সকাল ৬ টা। তারাতারি ফ্রেস হয়ে বেড়িয়ে পড়লাম সাথে কিছু কাগজ! সার্টিফিকেট গুলো নিয়ে প্রতিদিনের মত আজও বেড়িয়ে পড়লাম! আজকেও প্রতিদিনের মত ৩ টা ইন্টারভিউ আছে!জানি কাজ হবে না তবুও ব্যর্থ চেষ্টা আর জুতার তলা ক্ষয় করা! তবুও তো হার ছেড়ে দিলে চলবে না! কারন আমরা মধ্যবিত্ত! আমাদের হাল ছেড়ে দিতে নেই! লড়াই করতে হয় কঠিন যুদ্ধে জয়ী হতে হয় তবেই পেটে পড়ে কিছু খাবার! রাস্তায় দাড়িয়ে আছি! মোবাইলের স্কিনে সময় টা দেখে নিলাম! রিকশায় গেলে ১০ মিনিট! রিকশাওয়ালা মামাকে দিতে হবে ২০ টাকা!আর হেটে গেলে লাগবে ৩০ মিনিট সামনের টংয়ের দোকানে দিতে হবে ৮ টাকা! হাতে সময় আছে বেশ কিছুই! ৮টায় ইন্টারভিউ!কোন কিছু না ভেবে হাটা শুরু করে দিলাম! ১২ টাকা বাচাতে মধ্যবিত্তদের একটু কষ্ট করতেই হয়! সামনেই মামা চায়ের টং ! না আমি চা খাই না! আসলে খাই না বললে ভুল হবে খাই তবে মাসের শুরু তে! এখন মাসের প্রায় শেষ হাতের টাকা অপচয় করা যাবে না! তাই হিসাব করে চলতে হয়! দোকানের সামনে গিয়ে ঝুলন্ত প্যাকেট থেকে একটা কেক বের করে খাওয়া শুরু করলাম! তারপর পেট পুরে পানি খেয়ে তিন টাকার ডারবি ঠোটে ধরিয়ে মামা কে টাকা দিয়ে হাটা শুরু করলাম! এতেই চলবে এক দুপ...
Popular posts from this blog
তোমাকে খুব বেশি ভালোবাসি। বলেই ফোন busy কিংবা কারো সাথে চলতে দেখলে। অভিমান হয় কষ্ট হয়। তোমাকে রেগে অনেক কিছু বলি বলে তুমি জীবনের মাঝ রাস্তায় আমার হাত টা ছেড়ে দিবা। বুজতে পারি নাই। তুমি যখন বললে তুমি অন্য কাউকে ভালোবাসো জানো আমি বিশ্বাস করতে পারি নি। তুমি আগে আমার কসম দিয়ে কিছু বলতে পারতে না। সেই তুমি যখন আমার কসম দিয়ে বললে তুমি অন্যকাউকে ভালোবাসো। জানো আমার নিশ্বাসটা ১ সেকেন্ডের জন্য হলেও বন্ধ হয়ে গেছিলো। তার পরও আমি আজ পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ। কারন, তুমি সুখে শান্তিতে আছ।
Comments