Posts

Showing posts from December, 2019
Image
তোমাকে খুব বেশি ভালোবাসি।  বলেই ফোন busy কিংবা কারো সাথে চলতে দেখলে। অভিমান হয় কষ্ট হয়। তোমাকে রেগে অনেক কিছু বলি বলে তুমি জীবনের মাঝ রাস্তায় আমার হাত টা ছেড়ে দিবা। বুজতে পারি নাই। তুমি যখন বললে তুমি অন্য কাউকে ভালোবাসো জানো আমি বিশ্বাস করতে পারি নি। তুমি আগে আমার কসম দিয়ে কিছু বলতে পারতে না।  সেই তুমি যখন আমার কসম দিয়ে বললে তুমি অন্যকাউকে ভালোবাসো। জানো আমার নিশ্বাসটা ১ সেকেন্ডের জন্য হলেও বন্ধ হয়ে গেছিলো। তার পরও আমি আজ পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ। কারন, তুমি সুখে শান্তিতে আছ।        
Image
এমন কাউকে খুজি যাকে ভালো আছি বলার পরও মুখের দিকে তাকালে বুজতে পারবে সব ☺